Monday, November 24

আল-আমিনের বদলে দলে ডাক পেলেন শফিউল


ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই ওয়ানডে স্কোয়াডে থাকা পেসার আল-আমিনের পরিবর্তে তৃতীয় ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে আরেক পেসার শফিউল ইসলামকে। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সফরের শেষ টেস্টে খেলেছিলেন শফিউল। ম্যাচে ৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। তবে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন না শফিউল। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচের জন্য তাকে দলে রেখেছে নির্বাচকরা। চলতি বছরের মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন শফিউল। শফিউল দলে আসায় জায়গা ছেড়ে দিতে হয়েছে আল-আমিনকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে থাকলেও ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ২ ওভারে ২১ ও দ্বিতীয় ম্যাচে ৮ ওভারের ৪৪ রান দিয়ে মাত্র ১ উইকেট শিকার করেছেন সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকা থেকে সদ্য মুক্তি পাওয়া আল-আমিন। চট্টগ্রামের পর্ব শেষে এবার ঢাকায় সিরিজের বাকী তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৬ ও ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন ও শফিউল ইসলাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়