Monday, November 24

২৭ নভেম্বর বাংলাদেশে আসছেন নিশা দেশাই


ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বাংলাদেশে আসছেন ২৭ নভেম্বর। তিনি ঢাকায় অবস্থান করবেন দুই দিন। এই সফরকালে তিনি সাক্ষাৎ করতে পারেন রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে। তাদের সঙ্গে তিনি সরকারিভাবে বৈঠক করবেন। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি বৈঠক করবেন ২৮ নভেম্বর। তবে তা সরকারি বৈঠক নয়। এছাড়াও সুশীল সমাজের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তার সফরসূচি ও বৈঠকের সময়গুলো নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করতে চাইছে না মার্কিন দূতাবাস। সংশ্লিষ্ট একটি সূত্র তার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি আসছেন। তবে তার আসার চূড়ান্ত সিডিউল আমরা ২৫ নভেম্বর কিংবা ২৬ নভেম্বর গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবো। তবে তিনি এখানে অবস্থানকালে কবে, কখন, কী বিষয়ে ও কার সঙ্গে বৈঠক করবেন এটা আমরা প্রকাশ করবো না। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের বিষয়টি সিডিউলে রয়েছে কিনা জানতে চাইলে ওই সূত্র জানান, এই রকম একটি বৈঠকের সিডিউল রয়েছে। ২৮ নভেম্বর ওই বৈঠকটি হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক একটি জরিপ সংস্থা বলেছে, বাংলাদেশের সরকারের তরফ থেকে ৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নিয়েছে, নতুন করে নির্বাচন চাইছে না, তারা শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে এই বিষয়গুলো তুলে ধরলেও আসলে বিষয়টি তা নয়। এই কারণে মার্কিন সরকার ৫ জানুয়ারি নির্বাচনের ব্যাপারে মত পরিবর্তন করেনি। মার্কিন প্রশাসন চাইছে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। ওই নির্বাচনে সব দলের অংশগ্রহণও থাকতে হবে। এই জন্য মার্কিন সরকার কাজ শুরু করেছে। উল্লেখ্য, নিশা দেশাই নেপাল সফরে আসবেন। সেখানে তার সফর শেষে তিনি বাংলাদেশে আসবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়