Friday, November 28

শ্যামার পুনঃময়নাতদন্ত সুষ্ঠুভাবে করার দাবি


ঢাকা: ডা. শামারুখ মাহজাবীনের লাশের পুনঃময়নাতদন্ত ‘সুষ্ঠুভাবে’ করার দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ চত্বরে শুক্রবার দুপুর ১২টায় তারা এ মানববন্ধন করেন। হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে মানববন্ধনে শামারুখের মাহজাবীনের বড় ভাই শাহানুর শরীফ, মামা কাজী শহীদুর রহমান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. বাসিরুল হক অপুসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। বড় ভাই শাহানুর শরীফ বলেন, মাহজাবীনকে হত্যা করার পরও তার ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হয়েছে। তারপর আমরা ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে ফের ময়নাতদন্তের আবেদন জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে আদালত পুনরায় ময়নাতদন্ত করার জন্য নির্দেশ দেন। তিনি বলেন, ‘এর আগের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরিকালে মাহজাবীনের শ্বশুর বাড়ির পক্ষ প্রভাবিত করেছে। ফের যেন তারা কোনোভাবে প্রভাবিত করতে না পারে এবং হত্যাকারীরা সবাই যেন বিচারের আওতায় আসে সেই দাবি করছি।’ শামারুখের মামা কাজী শহীদুর রহামন বলেন, আমরা শামারুখের হত্যাকরীদের বিচারের মাধ্যমে সমাজে যেন আর কোনো শামারুখকে জীবন দিতে না হয়, সেই দৃষ্টান্ত স্থাপন করতে চাই। প্রসঙ্গত, ১৩ নভেম্বর ধানমণ্ডিতে শ্বশুর সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের বাসা থেকে পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মো. নুরুল ইসলাম ধানমণ্ডি থানায় শ্বশুর, শাশুরি ও স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার ১০ দিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পায় পুলিশ। এতে মৃত্যুর কারণ হিসেবে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলে শামারুখের পরিবার তা প্রত্যাখ্যান করে আবার ময়নাতদন্তের দাবি জানান। এর প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত ফের ময়নাতদন্ত করার নির্দেশ দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়