Friday, November 28

ব্যথিত শচীনও


বৃহস্পতিবার সকালেই ফিলিপ হিউজের মৃত্যু খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ে ক্রিকেটবিশ্বে। একজন উঠতি তারকার বিদায়ের এ বিয়োগ খবর ভূমিকম্পের মতো নাড়া দেয় ক্রিকেটের মানুষকে। সেখানে শচীন টেন্ডুলকার ক্রিকেটের একজন আইকন, তার কানে তো পৌঁছবেই। এক সময় ফিলিপ হিউজের সঙ্গে খেলেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে তাকে খুব কাছ থেকে দেখেছেন শচীন। ফিলিপ হিউজের মৃত্যু খবরে স্বাভাবিকভাবেই ব্যথিত তিনি। ভারতীয় লিটল মাস্টারের এ ব্যথা হিউজের জাতীয় বা অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের সতীর্থদের চেয়ে কোনো অংশে কম নয়। সাবেক সতীর্থের মৃত্যুকে এক কথায় 'ক্রিকেটে বেদনার দিন' বলে উল্লেখ করলেন শচীন। হিউজের বিয়োগ সংবাদ জানার পর শচীনের টুইট ছিল এমন- 'ফিলিপের মৃত্যু সংবাদ শুনে থমকে গেছি। সত্যিই ক্রিকেটের জন্য এটা কালো দিন। হিউজের পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সমবেদনা, আরআইপি (রেস্ট ইন পিস)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়