Monday, November 24

লতিফকে নিয়ে সিদ্ধান্তহীনতায় বিএনপি!


ঢাকা: লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের বিষয় নিয়ে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি কোন সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির কোন কর্মসূচি আছে কিনা- এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। বিএনপির পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, লতিফকে নিয়ে সরকার নাটক করছে। এটা এক ধরনের প্রহসন। লতিফ সিদ্দিকীর বক্তব্য আওয়ামী লীগের দর্শন ফুটে উঠেছে। রিজভী বলেন, সারাদেশে অবৈধ সরকারের দুর্নীতি ও অনাচার ডাকতেই লতিফ সিদ্দিকীকে নিয়ে ক্ষমতাসীনরা ধূ¤্রজাল সৃষ্টি করছে। বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন দুর্নীতি করার পরও কেন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হওয়ার এত লুটপাটের পরও তিনি নীরব রয়েছেন। তিনি বলেন, প্রতিনিয়ত সরকারের চোখ রাঙ্গানী, কঠিনভাবে সাজানো প্রশাসনের অত্যাচার ও দুর্নীতির মধুর হাড়ি ভোগ করার জন্যই আওয়ামী লীগ গণতন্ত্রকে করবে পাঠিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়