Monday, November 24

লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন এরশাদ


ঢাকা : ইসলামের অবমাননাকারী সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে গ্রেফতার না করায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, লতিফ সিদ্দিকী ইসলামের অবমাননা করে শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি, তিনি বাংলাদেশের সংবিধানকেও অবজ্ঞা করেছেন। এদেশের মানুষ তাকে কোনো দিনই ক্ষমা করবেনা। তারা বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও কী করে পুলিশের সামনে দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন তা বোধগম্য নয়। তিনি কী আইনেরও উর্দ্ধে? আমরা সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব তাদের বিবৃতিতে বলেন, অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে জাতীয় পার্টি জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে। বর্তমানে মালয়েশিয়ায় সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ টেলিফোন বার্তায় লতিফ সিদ্দিকী প্রশ্নে তাঁর এই প্রতিক্রিয়া জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়