Friday, November 21

সালমানের বোনের বিয়েতে যাননি ঐশ্বরিয়া


গত ১৮ নভেম্বর হায়দ্রাবাদের একটি বিলাসবহুল হোটেলে ধুমধামের সঙ্গে বিয়ে হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতার। এই হাইপ্রোফাইল বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির অনেক তারকা। বলিউড বাদশাহ বা সস্ত্রীক আমির, প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের মত তারকাদের উপস্থিতি অর্পিতার বিয়ের গ্ল্যামার বাড়িয়েছে কয়েক গুণ। কিন্তু এই বিয়েতে অংশগ্রহণ করেননি বলিউডের আরও অনেক হেভিওয়েট। খানদের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের জেরেই কি বাদ পড়লেন বচ্চন বা কাপুর পরিবারের অনেকে। লিস্টের বাইরে বচ্চন পরিবার সালমানের পরিবারের সঙ্গে বচ্চন পরিবারের একসময় খুব ভাল সম্পর্ক থাকলেও সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের বিয়ে হওয়ার পর থেকেই দুই পরিবারের প্রায় মুখ দেখাদেখি বন্ধ। সে কারণেই কী বচ্চন পরিবারের কেউ উপস্থিত ছিলেন না অর্পিতার বিয়েতে। অগত্যা বাদ রণবীরও রণবীর কাপুরকেও এই বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি। যদিও রণবীরের বোন ঋদ্ধিমা এসেছিলেন অর্পিতার বিয়েতে। কিছুদিন আগে পর্যন্ত রণবীরের সঙ্গে সালমানের বেশ ভাল বন্ধুত্ব ছিল। কিন্তু ক্যাটের সঙ্গে রণবীর ডেট করার পর থেকে সালমানের ‘ব্যাড বুক’ এ চলে গিয়েছেন ‘বরফি’। এমনকি বিয়ের আসরে সকলের সামনেই ক্যাটরিনাকে ‘কাপুর’ বলেও সম্বোধন করেন সালমান। অর্পিতার সাবেক বয়ফ্রেন্ড অর্জুনকে কি আর ডাকা যায় ‘রিয়েল লাইফে’ অর্জুনের ‘আইডল’ সালমান খান। সালমানও অর্জুনকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করেন। কিন্তু অর্পিতার সাবেক বয়ফ্রেন্ড অর্জুনকে তো আর নিমন্ত্রণ করা যায় না। শোনা যাচ্ছে, বিয়েতে অর্জুনের উপস্থিতি অর্পিতা নিজেই চাননি। নিমন্ত্রণ পেলেও এলেন না সোনাক্ষী খান পরিবারের যেকোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন সোনাক্ষী। কিন্তু অর্পিতার বিয়েতে অংশগ্রহণ করতে পারলেন না উনি। কারণ তার পরবর্তী ছবি ‘তেভর’-এর প্রমোশনের জন্য আপাতত ব্যস্ত শত্রুঘ্ন কন্যা। ‘ঐশ্বরিয়া’ বিবাদে বিবেকের নো এন্ট্রি ঐশ্বরিয়াকে ঘিরে দু’জনের পুরনো বিবাদ এখনও মেটেনি। তাই বোনের বিয়েতে বিবেককে ডেকে রসভঙ্গ করতে চাননি সালমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়