Tuesday, November 11

জেলায় জেলায় হাইটেক পার্ক গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী


ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে আমাদের প্রবাসীরা প্রযুক্তি ব্যবহার করে নিজেদের লোকদের সঙ্গে কথা বলাতে পারছে।স্কাইপে যোগাযোগ করতে পারছে।তথ্য সেবাকেন্দ্র ব্যবহার করে আজ মানুষ নানা ধরণের সুযোগ সুবিধা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা প্রথমবার সরকারে এসে ১০ হাজার স্কুলে কম্পিউটার দেওয়ার দিদ্ধান্ত নিয়েছিলাম। নেদারল্যান্ড সরকার এক্ষেত্রে সহায়তা দিতে চেয়েছিল।তিনি বলেন, কৃষকের ঘরে ঘরে আজ মোবাইল ফোন। কৃষকরা ঘরে বসেই তারা তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছেন।ইউনিয়নে বসেই মানুষ সারাদেশের তথ্য পেয়ে যাচ্ছেন। এখন আর তাদেরকে ছোট খাটো কাজের জন্য রাজধানীতে ছুটে আসতে হয়না্।প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ আজ দ্রুত সব ক্ষেত্রে সুফল পাচ্ছেন। রাজধানীর আগারগাঁওয়ে উদ্যোক্তা সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মানুষের সুফল আমাদের সরকারই করে দিয়েছে।তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রে প্রযুক্তি সেবা চালু করার কাজ এই সরকারই শুরু করেছে। তিনি বলেন, জেলায় জেলায় হাইকেট পার্ক করে দেয়া হবে ।রাজধানী হবে তার কেন্দ্র।আমরা পর নির্ভরশীলতা থেকে বেরে হয়ে আসতে চাই।এ লক্ষে আমাদের সরকার কাজ করে যাচ্ছি।প্রযুক্তি ব্যবহার করে আজ দেশে বসেই বিদেশের কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়