Saturday, November 8

আন্দোলনের নামে মানুষ হত্যা সহ্য করা হবে না


ঢাকা: বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যখনই তারা আন্দোলনের কথা বলে কর্মসূচি দেয় তখন তারা মানুষ হত্যা করে।এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে শনিবার সকালে র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। কাকরাইলের আইডিইবি ভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আমির হোসেন আমু বলেন, তারা আন্দোলনের কর্মসূচি দিয়েই অন্তত ২০ জন করে মানুষের জীবন নিত। এ কারণে এই আন্দোলন মানুষ সমর্থন করেনি। তাই তারা জনসম্পৃক্ততা হারিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টায় মেতে উঠেছে। শিল্পমন্ত্রী বলেন, আমরা আন্দোলনে বিশ্বাস করি। আন্দোলন একটি রাজনৈতিক মুখপাত্র হবে। হরতাল আন্দোলনের একটি অংশ। তার মানে এই নায় আন্দোলন এবং হরতালের জন্য মানুষের জীবন নিতে হবে। আমির হোসেন আমু বলেন, যারা পলিটেকনিক থেকে বেরিয়ে আসে তারাই দেশের উন্নয়নের চাবিকাঠি। পলিটেকনিক ছাড়া দক্ষ লোক তৈরি করা সম্ভব নয়। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশে দক্ষ লোকের সংখ্যা বাড়িয়ে তুলতে হবে। র‌্যালি শেষে আইডিইবির মাল্টিপারপাস হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ। এতে সভাপতিত্ব করেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক শামছুর রহমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়