Saturday, November 8

জনগণের বাঁধ ভাঙ্গা আন্দোলন শুরু হবে: মির্জা আব্বাস


ঢাকা: নিয়মতান্ত্রিক কর্মসূচিতে করতে না দিলে একদিন জনগণের বাঁধ ভাঙ্গা আন্দোলন শুরু হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, অগণতান্ত্রিক আচরণ করবেন না। বিএনপিকে তার নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেন। অন্যথায় জনগণের আন্দোলনের বাঁধ ভাঙ্গতে পারবেন না। সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের বিএনপিকে অনুমতি দেননি। তবে আমি আশা করি আগামী দিনে এ ধরনের কাজ করবেন না। বিএনপিকে তার শান্তিপূর্ণ কর্মসূচি পালনো সহযোগিতা করবেন। তিনি বিএনপির আগামী দিনে কর্মসূচির অনুমতির জন্য সরকারের কাছে আব্বান জানান। একই সাথে সরকারকে রবিবার সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য বিএনপিকে সহযোগিতার জন্যও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী-খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়