ঢাকা: কাবা শরীফ ধোয়ার কাজ শেষ হয়েছে। শনিবার মক্কার গভর্নর প্রিন্স মিশাল বিন আব্দুল্লাহর নেতৃত্বে কাবা শরীফ ধোয়ার কাজ শেষ হয়।
দুই রাকাত নফল নামাজ পড়ে কাবা ধোয়ার কাজ শুরু হয়। কাবা শরিফ ধোয়ার কাজে গোলাপ জল, উদ ও কস্তুরি মিশ্রিত জমজমের পানি ব্যবহার করা হয়।
দুই মসজিদ বিষয়ক দপ্তরের নির্বাহী প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইস, উপ-প্রধান শায়খ মোহাম্মদ আল-খোজাইমসহ মন্ত্রী, শীর্ষ আলেম, কূটনীতিক, সাধারণ নাগরিক এবং দর্শনার্থীরা কাবা শরীফ ধোয়ার কাজে অংশ নেন।
হজ ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি আরবি বছরের মহররম ও শাবান মাসে কাবা শরিফের ভেতরে ধোয়া হয়। মক্কার প্রধান মসজিদ কমপ্লেক্সের ভেতরে কাবা শরিফ অবস্থিত।
এটি বিশ্বের সকল মুসলমানদের বিশ্বাসের প্রধান কেন্দ্র। ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিদিন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন।
প্রতি বছর লাখ লাখ লোক হজ ও ওমরাহ পালনে কাবায় আসেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন,‘পর পর নবম বার কাবা শরীফ ধোয়ার কাজে অংশ নিতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
কাবা শরীফ ধোয়ার অনুষ্ঠানে অংশ নিতে এসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক জাফার বলেন, ‘এটি একটি মহা সম্মান, পঞ্চম বারের মত এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
Saturday, November 8
এ সম্পর্কিত আরও খবর
ইন্টারনেটে ধীরগতির সমস্যা দূর করবেন যেভাবে মোবাইলে ইন্টারনেটে সমস্যা? বা নেটওয়ার্কই পাচ্ছেন না ফোন করার জন্য? তবে হতে পারে নেটওয়ার্কের ঝ
ব্যাকপেইন দূর করতে নিয়মিত ব্যায়াম মরিয়ম চম্পা: মেরুদণ্ড ও কোমরে ব্যথা যেন একটি সর্বজনীন রোগে পরিণত হয়েছে। পাশ্চাত্যের একটি গবেষ
যে কারণে আমাদের নামাজ গোনাহ থেকে ফেরায় না প্রিয় পাঠক,ঢাকা টাইমসের আয়োজনে আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের ২১তম পারা থেকে ধারাবাহিক তাফসি
২২ মার্চ কানাইঘাটকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যা
কানাইঘাটকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :সিলেটের কানাইঘাট উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করেছেন প্রধানম
হজে গিয়ে মারা গেলে করণীয় কী? ছবি: অন্তর্জালইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের চতুর্থ রোকন হলো হজ। তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়