Friday, November 21

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী


ঢাকা:সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে সশন্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে। সশস্ত্র বাহিনীকে আরো চৌকস করে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে।” ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫৯ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে সম্মানী চেক ও উপহার তুলে দিয়ে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী শুধু দেশেই নয়, বিভিন্ন দেশে শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছে। তাই আমাদের সশস্ত্র বাহিনী যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সে পদক্ষেপ নিয়েছি।” বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ২৬ জন সদস্যকে পদকও দেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবীব, বিমান বাহিনী প্রধান মোহাম্মদ ইনামুল বারী, সাবেক সেনা প্রধান মোহাম্মদ আব্দুল মুবীন, সাবেক নৌ বাহিনী প্রধান জহির উদ্দিন আহমেদ, সাবেক বিমান বাহিনী প্রধান শাহ মো. জিয়াউল রহমান, লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীসহ ১৪ জনকে বাহিনীর পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এছাড়া ১২ জনকে দেন ‘অসামান্য’ পদক। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “আমরা যেভাবে মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি। সেভাবেই দারিদ্র্যকে জয় করব। “বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।” মুক্তিযোদ্ধাদের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধা যারা দুস্থ অবস্থায় আছে, তাদের থাকা-খাওয়া এবং বাসস্থানের ব্যবস্থা আমরা করে দেব।... প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে।” স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে বীরশ্রেষ্ঠদের ভাতা ১২ হাজার টাকা, বীর উত্তমদের জন্য দশ হাজার টাকা, বীর বিক্রমদের জন্য আট হাজার এবং বীর প্রতীকদের জন্য ছয় হাজার টাকায় উন্নীত করার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতার পরিমাণ ৯০০ টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এখন নয় হাজার ৭০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। “সশস্ত্র বাহিনীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আনার কার্যক্রম প্রক্রিয়াধীন। এটা আমরা করব।” এর আগে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার সকাল ৮টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়, বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময়ও বিউগল বাজিয়ে সামরিক কায়দায় সালাম জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনেই শিখা অনির্বাণে দর্শনার্থী বইয়ে সই করেন। তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়