Tuesday, November 18

শিশুমনে সন্ত্রাসের বীজবপনে ইন্ডিয়ান মুজাহিদের হাতিয়ার কার্টুন


আন্তর্জাতিক ডেস্ক শিশুমনে সন্ত্রাসের বীজবপন করতে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারস্থ হচ্ছে জঙ্গিরা৷ বিনোদনকে হাতিয়ার করে কিশোরদের হাতে তুলে দেওয়া হচ্ছে কার্টুনের সিডি৷যে সমস্ত কার্টুন দেখে শিশু-কিশোররা আগ্রহী হয়ে উঠছে আগ্নেয়াস্ত্রের প্রতি৷ সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা এবং তার সহযোগী ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এখন ‘জিহাদি’তৈরিতে এই কৌশল নেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ প্রসঙ্গত, এভাবে কার্টুনের মাধ্যমে শিশুমনে সন্ত্রাসের বীজ বপনের কৌশল দেখিয়েছিল ইরান৷ ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সুত্রে জানানো হয়, ভারত-বিরোধী ‘জিহাদী’তৈরিতে নতুন ভাবে মাঠে নেমেছে পাক-মদদতুষ্ট ইন্ডিয়ান মুজাহিদিন ও তার সহযোগীরা৷ জিহাদি তৈরিতে এবার নজর দেওয়া হয়েছে কিশোর-কিশোরীদের দিকেই৷ শিশুমনে প্রভাব বিস্তার করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তথ্য-প্রযুক্তিকে৷ আর এই লক্ষ্যপূরণে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে এমনই কিছু কার্টুন এবং ভিডিও গেমসের সিডি৷ যেসব কার্টুনের বিষয়বস্তু হচ্ছে জিহাদ ঘোষণা৷ এই সমস্ত কার্টুনের শিশু চরিত্রের হাতে তুলে দেওয়া হয়েছে এ কে ৪৭, একে ৫৬, রকেট লঞ্চার৷ যা দিয়ে শত্রুকে হত্যা করছে শিশুরা৷ গোয়েন্দাদের ধারণা, এই ধরনের কার্টুন দেখে শিশু-কিশোরদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের প্রতি ঝোঁক বাড়াচ্ছে৷ কিশোরদের জিহাদি তৈরি করতে ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী সংগঠন বাজারে ঢালাও ভাবে ছড়িয়ে দিচ্ছে কার্টুনের সিডি৷ এমনকি, তাদের সহযোগী সংগঠনের ওয়েবসাইটেও আপলোড করে দেওয়া হয়েছে কার্টুনের ফুটেজ৷ এছাড়া এই ধরনের কিছু ভিডিও গেমসও তৈরি করে আইএম-এর তথ্য-প্রযুক্তিবিদরা। কেন্দ্রীয় গোয়েন্দার মাধ্যমে নয়াদিল্লির নর্থব্লকে জানানো হয়, শিশু-কিশোরদের জিহাদি পথে টানতে সন্ত্রাসীদের লক্ষ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়