Saturday, November 1

পাকিস্তানও ভারত থেকে বিদ্যুৎ চায়


কানিউজ ডেস্ক: একদিকে লাগাতার সীমান্ত বিরোধ জিইয়ে রেখে অন্যদিকে ভারতের কাছে হাত পাততেও কসুর করছে না পাকিস্তান৷ সেদেশের বাণিজ্যমন্ত্রী খুররম দাস্তগির খান বলেছেন, ভারতের থেকে আমদানি করা বিদ্যুৎ সেদেশের বর্তমান সংকট মোচনে খুবই কাজে আসবে৷ শুক্রবার এক বাণিজ্য সংক্রান্ত আলোচনায় তিনি এ কথা জানান৷ ওই একই বৈঠকে বাণিজ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে পাকিস্তানের বেসরকারি ক্ষেত্রের ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ জুবেইর বলেন, পাকিস্তানের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক মজবুত করা একান্ত জরুরি৷ শুধু তাই নয়, পাক মন্ত্রীর মনে করেন, ‘এখানে প্রতিবেশী রাষ্ট্রের দাপটের কাছে নতিস্বীকারের কোনও প্রশ্ন নেই৷ আমরা সত্যি সত্যিই ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই৷’ একইসঙ্গে ভারতের অর্থনৈতিক বিকাশের প্রশংসাও শোনা যায় পাক মন্ত্রীর গলায়৷ তিনি বলেন, ২০০৮ সালে যেখানে আইবিএম পাকিস্তানে ছিল ৪০০ কর্মী, সেখানে ভারতে তখন আইবিএমে কর্মরতের সংখ্যা ৭৫ হাজার৷ তিনি খোলাখুলি স্বীকার করেন, বিদেশি বিনিয়োগকারীরা ভারতে লগ্নি করতে অনেক বেশি ভালোবাসেন৷ সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা যে দু’ দেশের বাণিজ্য সম্পর্কে কালো ছায়া ফেলেছে সে কথা দুই মন্ত্রীই স্বীকার করেন৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়