Wednesday, November 12

কানাইঘাট লক্ষীপ্রসাদ ইউপি আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: ফখর উদ্দিনকে আহ্বায়ক, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যথাক্রমে আলিম উদ্দিন মেম্বার, কয়সর আহমদ, সাইফুল আলম, আনোয়ারুল হক, কামাল আহমদ, দুদু মেম্বার ও আব্দুল মান্নানকে যুগ্ম আহ্বায়ক করে ৯সদস্য বিশিষ্ট কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের শক্তিশালী আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লক্ষীপ্রসাদ ইউপি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর লক্ষীপ্রসাদ ইউপি আ’লীগের শক্তিশালী আহ্বায়ক কমিটি উপহার দেওয়ায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনন্দন দাতারা হলেন, উপজেলা আ’লীগের সদস্য আব্দুল লতিফ, এনাম উদ্দিন, গুলজার আহমদ, তোতা মিয়া, নুর আলম, যুবলীগ নেতা নসির উদ্দিন, ফয়েজ উদ্দিন, জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আনোয়ারুল হক, ফখরুল ইসলাম, তাজ উদ্দিন, শাহাব উদ্দিন, সেলিম উদ্দিন, ওলি আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়