Saturday, November 1

বাউলিয়ানার চ্যাম্পিয়ন দিতি, রানার্স-আপ সাথী


বিনোদন ডেস্ক : মাছরাঙা টেলিভিশনের লোকসংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘বাউলিয়ানা’র চ্যাম্পিয়ন হয়েছেন দিতি সরকার। রানার্স-আপ হয়েছেন মাসুমা সুলতানা সাথী আর তৃতীয় হয়েছেন মরিয়ম আক্তার কণা। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দিতি পান দুই লাখ টাকা আর রানার্স-আপ সাথী পান এক লাখ টাকা। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পেয়েছেন যথাক্রমে ৭০ হাজার, ৫০ হাজার ও ৩০ হাজার টাকা। অনুষ্ঠানে সেরা পাঁচ প্রতিযোগির সঙ্গে পাঁচজন তারকা শিল্পীর গান নিয়ে অ্যালবাম ‘ম্যাজিক বাউলিয়ানা একতারার গান’-এর মোড়ক উন্মোচন করা হয়। গত ৩১ অক্টোবর আশুলিয়ার গৌরিপুরে এইজিস ট্রেনিং সেন্টারে নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম, খ্যাতিমান লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, প্রতিযোগিতার প্রধান তিন বিচারক কিরণ চন্দ্র রায়, কনক চাঁপা ও তপন চৌধুরী। চলতি বছরের ৩ জানুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হয় দেশে প্রথমবারের মতো লোকসংগীতের প্রতিভা অন্বেষণমূলক এ আয়োজন ‘ম্যাজিক বাউলিয়ানা’। দেশব্যাপী অডিশনের মাধ্যমে ২০ হাজার প্রতিযোগির মধ্য থেকে মূল প্রতিযোগিতার জন্য মনোনীত হন ৪০ জন। এই ৪০ জনকে নিয়ে শুরু হয় গ্রুমিং সেশন। পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের প্রতিযোগিতার মধ্য দিয়ে ৪০ জন থেকে নির্বাচিত হন সেরা পাঁচজন। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হাসান আবিদুর রেজা জুয়েল ও আউয়াল রেজা। উপস্থাপনা করেছেন অদিতি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়