Saturday, November 1

১২ জঙ্গিকে ধরতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের বিস্ফোরণের ঘটনায় জড়িত ১২ পলাতক জঙ্গিকে ধরিয়ে দিতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গতকাল শুক্রবার পুরস্কার ঘোষণা করেছে। তাঁদের মধ্যে পাঁচজনের জন্য ১০ লাখ রুপি, তিনজনের জন্য পাঁচ লাখ এবং বাকি চারজনের জন্য তিন লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। ওই ১২ জন জঙ্গিই বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশের নাগরিক। যাঁদের ধরিয়ে দিতে ১০ লাখ রুপি পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন পলাতক ইউসুফ শেখ, নাসিরুল্লা, সাজিদ, কাওসার ও তালহা শেখ। পাঁচ লাখ রুপি ঘোষণা করা হয়েছে জঙ্গি হাবিবুর রহমান শেখ, আমজাদ আলী শেখ ও শাহ নূর আলমের জন্য। তিন লাখ রুপি দেওয়া হবে পলাতক জঙ্গি বোরহান শেখ, রেজাউল করিম, আবুল কালাম ও জহিরুল শেখকে ধরিয়ে দিলে। ১২ জঙ্গির মধ্যে শাহ নূর আলম আসামের বরপেটা থেকে পলাতক। বাকি ১১ জন পালিয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান জেলা থেকে। এর মধ্যে চারজন বাংলাদেশের নাগরিক। তাঁরা হলেন কাওসার, সাজিদ, হাবিবুর রহমান ও নাসিরুল্লা। এনআইএ থেকে এঁদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার পাশাপাশি এ কথাও জানিয়ে দিয়েছে, খোঁজ দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় গোপন রাখা হবে। একই সঙ্গে ই-মেইল আইডি ও টেলিফোন নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়