Saturday, November 1

শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে : বাণিজ্যমন্ত্রী


ভোলা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিরোধী দল যাই বলুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে। সারা দেশে উন্নয়ন হচ্ছে। ভোলার প্রতিও প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে।’ শনিবার সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া এলাকায় ভোলা শহর রক্ষা প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ‘ভোলায় গ্যাস আছে, বিদ্যুৎ আছে। আমি কথা দিয়েছিলাম, নদী ভাঙন রোধে ব্যবস্থা নেব, আজ সে কাজ শুরু হয়েছে।’ এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলার জেলার প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক নকিব। এর আগে বাণিজ্যমন্ত্রী স্থানীয় দৈনিক আজকের ভোলা পত্রিকার ওয়েবসাইঢ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে সারা দেশের সঙ্গে ভোলাও এগিয়ে যাচ্ছে।’ এরপর বাণিজ্যমন্ত্রী সমবায় দিবস ও জাতীয় যুব দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়