ঢাকা: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে জয়ের মাঝেও দুঃসংবাদ ভারতীয় শিবিরের জন্য। সিরিজে না থাকা ভারতীয় ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি বাকি দুটি একদিনের ম্যাচে চোটের জন্য দলে ফিরতে পারছেন না। এমনকি, আসন্ন অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে প্রথম টেস্টের দলে নেই ধোনি।
ডান হাতের চোট সারিয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ধোনি। ফলে এই ম্যাচগুলিতেও দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
অন্যদিকে, অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন লেগ-স্পিনার করন শর্মা এবং কর্ণাটকের ওপেনার লোকেশ রাহুল।
২০১৩-১৪ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকার সুবাদেই ভারতীয় দলের জার্সি পেয়ে গেলেন রাহুল। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত রওয়ানা হবে ২১ নভেম্বর। সেখানে ৪ ডিসেম্বর শুরু হবে চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি। সিরিজ চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়