Saturday, November 29

খালেদা সংসদে না থাকায় ভাল হয়েছে: প্রধানমন্ত্রী


ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেয়ায় জনতার আদালতে বিএনপি নেত্রী খালেদা জিয়ারও বিচার হবে। যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উঠিয়ে দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ কাজ করেছেন। আজ শনিবার বিকেলে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আমরা চিকিৎসা সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছেছি। এছাড়া জামানত ছাড়া কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে। পাশাপাশি হবিগঞ্জে গৃহহীনদের বিনা পয়সায় বাসস্থান করে দেয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিএনপি নির্বাচনে না আসায় ভালোই হয়েছে, বলে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন সংসদে আর কারও খিস্তি-খেউর শুনতে হয় না। শেখ হাসিনা অভিযোগ করেন, জামায়াত আর বিএনপি নির্বাচন বন্ধ করতে এক হয়ে ধর্মের নামে মসজিদে আগুন দেয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগুন দেয়। বাস, রেলে আগুন দিয়েছে। প্রাইভেট কার থেকে মানুষ নামিয়ে তার গায়ে আগুন দিয়েছে। নির্বাচন বন্ধ করতে সহিংস অবস্থা সৃষ্টি করেছিল। তিনি বলেন, ‘নির্বাচন বন্ধ করলে কী হতো। ওই থাইল্যান্ডের দিকে তাকান। বিরোধী দল আন্দোলন করে সরকার হটানোয় এখন সেখানে মার্শাল ল জারি হয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে পরীক্ষার্থীদের জন্য পাবলিক পরীক্ষার ব্যবস্থা করেছি, যেন পরবর্তী পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে উন্নত হোক, সেটাই চাই। আগামী বছরের ১ জানুয়ারিতে ৩২ কোটি বই তুলে দেওয়া হবে। ছেলেমেয়েরা শিক্ষিত হোক, সেটাই আমরা চাই। কিন্তু ছেলেমেয়ে লেখাপড়া শিখুক, সেটা বিএনপি নেত্রী চান না।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়