Saturday, November 29

বিমান হামলায়ও দুর্বল হয়নি আইএস: সিরিয়া


কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনীর দুই মাসের বিমান হামলা ইরাক ও সিরিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন আইএসকে দুর্বল করতে ব্যার্থ হয়েছে। তিনি বলেন, আইএসকে দুর্বল করার একমাত্র উপায় হল তুরস্ককে এর সীমান্তে কড়া নজরদারি আরোপ করতে বাধ্য করা, যাতে বিদেশি জিহাদিরা সিরিয়ায় প্রবেশ করতে না পারে। লেবাননের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনী গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস জঙ্গিদের টার্গেট করে অন্তত ৩০০ বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুধুমাত্র উত্তর সিরিয়ার সীমান্ত শহর কোবানিতে আইএস এর অগ্রযাত্রা রুখতেই সহায়ক হয়েছে। শুক্রবারের ওই সাক্ষাৎকারে ওয়ালিদ আল মুয়াল্লেম বলেন, ‘সব ধরণের লক্ষণ থেকেই এটা প্রমাণিত হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনীর টানা দুই মাসের বিমান হামলায়ও আইএস একটুও দুর্বল হয়নি।’ তিনি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ওয়াশিংটন যদি তুরস্ককে এর সীমান্তে আরও কড়া নজরদারি আরোপের জন্য বাধ্য না করে তাহলে কোনো কিছুতেই আইএসকে পরাস্ত করা সম্ভব হবে না।’ মুয়াল্লিম আরও বলেন, ‘তুরস্ক উত্তর সিরিয়ায় যে নো ফ্লাই জোন করার পরিকল্পনা করছে তা বাস্তবায়িত হলে সিরিয়া কার্যত বিভক্ত হয়ে পড়বে।’ এছাড়া সিরিয়ার আসাদ সরকারকে উৎখাতে আইএসসহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পরোক্ষ সহায়তার অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে। তবে তুরস্ক বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করে এসেছে। উল্লেখ্য, সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। এদিকে সিরিয়ার আসাদ সরকারও আইএসসহ সবগুলো বিদ্রোহী গোষ্ঠীর উপর হামলায় নিজস্ব বিমান বহিনীকে ব্যবহার করা বাড়িয়ে দিয়েছে। গত ৬ সপ্তাহে আইএসসহ সবগুলো বিদ্রোহী গোষ্ঠীর উপর অন্তত ২ হাজার বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বিমান বাহিনী। বেশিরভাগ হামলাই চালানো হয় উত্তর-পূর্ব সিরিয়ার রাক্কায় অবস্থিত আইএস এর সদর দপ্তর লক্ষ্য করে। সিরিয়ার একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, এসব হামলায় অন্তত ৫০০ বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়