Saturday, November 29

নিরাপত্তা চেয়ে ডা. শামারুখের বাবার জিডি


যশোর: নিহত ডা. শামারুখ মেহজাবিন সুমীর বাবা প্রকৌশলী নুরুল ইসলাম প্রাণনাশের ভয়ে থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন। শনিবার দুপুর ১২টার সময় যশোর কোতোয়ালি মডেল থানায় ডা. সুমীর বাবা আতঙ্কিত হয়ে এ জিডি করেন। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডা. শামারুখ মেহজাবিন সুমী গত ১৩ নভেম্বর তার শ্বশুরবাড়িতে মারা যান। সুমীর বাবা প্রকৌশলী নুরুল ইসলাম একে হত্যা দাবি করে বাদী হয়ে মেয়ের শ্বশুর সাবেক সংসদ খান টিপু সুলতান, মেয়ের শাশুড়ি ডা. জেসমিন আরা বেগম এবং জামাই হুমায়ুন সুলতান শাদাবকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন। কিন্তু ময়নাতদন্ত শেষে ডাক্তার এটাকে আত্মহত্যা বললে সুমীর বাবা তা মেনে নিতে রাজি নন। তিনি পুনরায় ময়নাতদন্তের আবেদন জানান। মামলা করার পর এবং ডা. সুমী নিহত হওয়ার ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ায় ডা. সুমীর বাবা আশঙ্কা করছেন যেকোনো মুহূর্তে থেকে তাকে ও তার ছেলে শাহানুর মো. শরীফকে প্রাণনাশ করতে পারে আসামির পক্ষ। তাই তিনি নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। জিডিতে উল্লেখ করেন মামলা করে যশোর আসার পর থেকে খুবই আতঙ্কের মধ্যদিয়ে জীবন-যাপন করছেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়