Sunday, November 2

সোমবার চূড়ান্ত রায় কামারুজ্জামানের


স্টাফ রিপোর্টার : চূড়ান্ত শুনানি শেষে দেড়মাস অপেক্ষার পর অবশেষে ঘোষণা হচ্ছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মো. কামারুজ্জামানের আপিলের রায়। সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কুদ্দুস জামান বলেন, “রায় আগামী কাল হচ্ছে। সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কার্যতলিকায় প্রকাশের অপেক্ষা।” দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ গত ১৭ সেপ্টেম্বর এই মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। ওইদিনই আপিল বিভাগ কামারুজ্জামানের দলের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় দেয়, যাতে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জামায়াতের অপর নেতা আবদুল কাদের মোল্লা আপিলের রায়ে মৃত্যুদণ্ড পান, যা ইতিমধ্যে কার্যকর হয়েছে। সর্বোচ্চ আদালতে কামারুজ্জমানের মামলার শুনানির পর একাত্তরে বৃহত্তর ময়মনসিংহে হত্যা, ধর্ষণ, লুটপাট চালায় পাকিস্তানি বাহিনীর দোসর এই বদর নেতার মৃত্যুদণ্ড বহাল থাকবে বলেই আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়