Tuesday, October 21

বিরাট-আনুশকার বিয়ে


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: ঢাকা: শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটের মোস্ট এলিজিবল ব্যাচেলর। কানাঘুসা চলছে তা। এখনই জনসমক্ষে কিছু না-বলা হলেও শোনা যাচ্ছে, বিরাট কোহিল এবং মুম্বাই স্টার আনুশকা শর্মার বিয়ে নিয়ে কথা চলছে দুই পরিবার৷ সম্প্রতি বলিউডের গ্ল্যামার গার্ল আনুশকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ অস্বস্তিতে বিরাট৷ ইংল্যান্ড সফরে ব্যাটে রানের খরা চলায় সমালোচকরা আনুশকার সঙ্গে তার বিশেষ সম্পর্ককে দায়ী করেছিলেন৷ ইংল্যান্ড সফরে আনুশকার সফরসঙ্গী হওয়া নিয়েও কম কথা রটেনি৷ কিন্তু, গত শুক্রবার ধরমশালায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করে ব্যাটের মতো বাক্যলাপেও ফর্ম ফেরেন বিরাট৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের মোস্ট এলিজিবল ব্যাচেলর বিরাটের মতে, আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অন্যরা যত কম মাথা ঘামাবে, ততই মঙ্গল৷ বিরাট-আনুশকার বিশেষ সম্পর্ককে এবার আইনি স্বীকৃতি দেয়ার কথা ভাবছে দুই পরিবার৷ শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজর শুরুর ঠিক আগেই মুম্বাইয়ে আনুশকার পরিবারের সঙ্গে গিয়ে কথা বলেছে বিরাটের পরিবার৷ যদিও বিরাটের পরিবারের পক্ষে এই সাক্ষাৎ ক্যাজুয়াল ভিজিট বলে ব্যাখ্যা করা হলেও শীঘ্রই বিয়ের তারিখ ঘোষণা করতে পারে ক্রিকেট ও বলিউডের দুই তারকা৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়