Tuesday, October 7

চেনা যাবে চোরাই আইফোন


আইফোনটি চোরাই কিনা তা জানতে নতুন একটি টুল উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের আইক্লাউড সাইট থেকে ডাউনলোড করে নেয়া যাবে এ টুল। অ্যাপল ডিভাইসের 'কিল-সুইচ' নামে পরিচিত নিরাপত্তা ফিচার 'অ্যাকটিভেশন লক' চালু করা আছে কিনা, সেটি নিশ্চিত করবে নতুন এ সফটওয়্যার টুল। অ্যাপল ডিভাইস চুরি বা হারিয়ে গেলে, 'কিল সুইচ' ফিচারের মাধ্যমে ওই ডিভাইস ব্যবহারের অনুপযোগী করে ফেলা যায়। ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ ডাটা বেহাত হওয়ার ভয় থাকে না। এমনকি ওই ফোন আর ব্যবহারও করা যায় না। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি এক আইনে সব স্মার্টফোনে 'কিল সুইচ' ফিচার বাধ্যতামূলক করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নিজস্ব ডিভাইসে নতুন সফটওয়্যার টুল যোগ করেছে অ্যাপল। ব্যবহারকারীরা এ টুলের সাহায্যে ডিভাইসের সিরিয়াল নম্বর দিয়ে 'অ্যাকটিভেশন লক' ফিচারটি চালু আছে কিনা তা যাচাই করা যাবে। ফিচারটি চালু থাকলে মালিকের অ্যাপল-আইডি আর পাসওয়ার্ড ছাড়া ওই ডিভাইস আর ব্যবহার করা যাবে না। তথ্য প্রযুক্তি ডেস্ক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়