Tuesday, October 7

আইনি সেবার অ্যান্ড্রয়েড অ্যাপ


হাতের মুঠোয় প্রয়োজনীয় আইনি সেবা পৌঁছে দেবে অ্যান্ড্রয়েড অ্যাপ। আইনি কাজের জন্য বিশেষজ্ঞ উকিল খোঁজা, মামলা নম্বর সাবমিট করে অনলাইনে মামলার বিস্তারিত তথ্য জানা, নারী নির্যাতন, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সরকারি সংস্থা, এনজিও এবং মানবাধিকার সংস্থার বিস্তারিত তথ্য পাওয়া যাবে এর সাহায্যে। ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে নিকটস্থ পুলিশ বা র‌্যাব কার্যালয় খুঁজে ম্যাপিংয়ের মাধ্যমে পৌঁছানোর নির্দেশনা রয়েছে এতে। এছাড়া পুলিশের বস্নাড ব্যাংকের একটি লিঙ্কও রয়েছে অ্যাপটিতে। কোর্ট ফি ছাড়াই দরিদ্র মানুষের জন্য আইনি সেবা ও সরকারি সহায়তার খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে অ্যাপের সাহায্যে। ন্যাশনাল আইটি ফেস্ট ২০১৪-এর অ্যাপ প্রতিযোগিতায় বিজয়ী এ অ্যাপটি তৈরি করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) বিমান প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ জুবায়ের হোসেন ও সাইফুল ইসলাম। সম্পূর্ণ বাংলা এ অ্যাপটি গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।তথ্য প্রযুক্তি ডেস্ক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়