Friday, October 31

অস্ট্রেলিয়ায় নিহত কানাইঘাটের শাহিদুরের পরিবারে চলছে শোকের মাতম

 কানাইঘাট নিউজ ডেস্ক:
গত ২৭ অক্টোবর সোমবার অস্ট্রেলিয়ার সিডনি শহরে সন্ত্রাসীদের হাতে খুন হওয়া কানাইঘাটের শাহিদুর রহমান শাহীনের পরিবারে চলছে শোকের মাতম। শাহিদের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারছে না তাঁর পরিবার,কমিউনিটি ও এলাকার লোকজন। শাহিদুর রহমান শাহীন ল্যাকেম্বায় সদ্য চালুকৃত একটি মানি-এক্সচেঞ্জের পরিচালক হিসেবে কমিউনিটিতে অল্প সময়ের মধ্যে বেশ সুনাম অর্জন করেছিলেন।  গ্রামের নিবাস সিলেটে বিধায় সিলেটী শাহীন নামেও তিনি কমিউনিটিতে পরিচিত ছিলেন। এছাড়াও সদা হাস্যজ্জল অমায়িক এই যুবকের অন্য এক পরিচিতি ছিল স্থানীয় যুব লীগের সাধারণ সম্পাদক হিসেবে। পিতামাতা ও ভাইবোন সহ কিং জর্জেস রোডের এক বাসাতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন শাহিদুর রহমান শাহীন। উল্লেখ্য যে,গত
গত ২৭ অক্টোবর সোমবার অস্ট্রেলিয়ার সিডনি শহরে সন্ত্রাসীদের হাতে খুন কানাইঘাটের শাহিদুর রহমান শাহিন।
 ক্যাম্পসী লোকাল পুলিশের তদন্ত রিপোর্ট এখনও প্রকাশিত না হলেও প্রত্যক্ষদর্শীরা মৃতদেহটি পার্কের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানান।  ঘটনার দিন রাতে এশার আগ পর্যন্ত শাহিদ নিজ বাসাতেই অবস্থান করছিলেন। এক সূত্র থেকে জানাযায়, রাত নয়টার দিকে এক ফোন কলের পর পরই বড় এক অঙ্কের টাকার লেনদেনের কথা জানিয়ে ঘর থেকে বের হন তিনি। অবশ্য, বিস্তারিত তথ্য উদ্ঘাটনের উদ্দেশ্যে শাহিদের অফিস ও বাসার বিভিন্ন বস্তু বর্তমানে পুলিশের তদন্তনাধীন রয়েছে বলে একটি সূত্রে জানা যায়। পরদিন সকালে প্যারি পার্ক থেকে পুলিশ উদ্ধার করে শাহিদের মরদেহ। বেশ কিছুদিন আগে  শাহিদ ছিনতাইকারীর কবলে পড়ে বেশ কয়েক হাজার নগদ টাকা হারান। টাকা ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা শাহিদকে গুরুতরভাবে আহত করে।  বাংলাদেশী কমিউনিটির এমনই একজন সফল, কর্মঠ, মিশুক, সদাহাস্য উদীয়মান যুবক ব্যবসায়ীকে হারিয়ে ভীষণভাবে শোকাহত। আজ ৩১ অক্টোবর শুক্রবার জুময়ার নামাজের পর ল্যাকেম্বার অয়াঞ্জী রোড মসজিদে শাহিদের নামাজে যানাযা অনুষ্ঠিত হয়ার কথা ছিল তবে যাম্পসী লোকাল পুলিশ অনিবার্য কারণবশতঃ তা স্থগিত করে দেয়। শাহিদের জানাযায় শরীক হতে আসা শুভাকাঙ্ক্ষীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন তাঁর পরিবার ও নিকটজনেরা। স্থানীয় ক্যাম্পসী পুলিশের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে শাহিদের জানাযার সময়সূচী সবাইকে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়