কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “সংকট আছে, তবে সেটা দেশে নয়, বিএনপির মধ্যেই। কারণ বিএনপির কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই, জনগণ তাদের কাছ থেকে দূরে সরে গেছে। এমনকি তাদের দলও ভেঙ্গে যাচ্ছে। বিএনপি তাদের এই সংকটকে সরকারের ওপর চাপিয়ে দেয়ার জন্য এ ধরনের কথাবার্তা বলছে।”
সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, “দেশবাসী এবার সবচেয়ে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছে এবং ঈদুল আজহাও যথাযথ মর্যাদায় উৎসবমুখর পরিবেশে পালিত হবে। ঈদ ও পূজাকে কেন্দ্র করে দেশের কোথাও কোনো নৈরাজ্য দেখা যায়নি। দেশের আইন শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনায়ক হিসেবে চিহ্নিত করা হবে, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, “মালয়েশিয়ার মাহাথির, সিঙ্গাপুরের লিকুইনকেও একসময় একনায়ক বলা হয়েছিল। তবে তারা এখন সে দেশের মানুষের কাছে পুজনীয় ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ২০২১ সালের মধ্যে যদি তিনি দারিদ্যমুক্ত বাংলাদেশ গড়তে পারেন তবে এ দেশে শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাসই বলে দেবে শেখ হাসিনার অবস্থান কী হবে।”
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মী ও কুষ্টিয়া চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।
Sunday, October 5
এ সম্পর্কিত আরও খবর
`বিপ্লব ও সংহতি দিবসে' জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহম
ঢাকায় সমাবেশ সফল করার লক্ষ্যে জাপার সভা কাল ঢাকায় আগামী ২ নভেম্বর জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে আগামীকাল বুধবার স
৯০র পর গণতন্ত্রের কবর হয়েছে : এরশাদ রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে গণত
টাঙ্গাইলে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগ টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভোর রাতে এক প্রবাসীর ঘরে আগুনে তার স্ত্রী ও
মেঘনায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি নোয়াখালী: জেলার হাতিয়ার চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনা নদীতে আজ শুক্রবার শতাধিক যাত্রী নিয়ে একটি
জনগণের আস্থা রক্ষায় সচেতন থাকতে হবে: তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা চাই সকল দলকে নিয়ে এমন সরকার গঠন করতে য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়