Sunday, October 5

রাজধানীতে কোথায়, কখন ঈদের জামাত


কানিউজ ডেস্ক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ধর্মীয় এ উৎসবে রাজধানীর মুসুল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ঈদগাহ, ময়দান ও মসজিদে নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জাতীয় ঈদগাহসহ রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় ৩৬২টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ঈদুল আজহার ২২৮টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। জাতীয় ঈদগাহে ৫ হাজার মহিলা মুসল্লিসহ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে বসার জায়গা, ওজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামায়াত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জামাতটি অনুষ্ঠিত হবে। সায়েদাবাদ আরজুশাহ্ দরবার শরীফ বড় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি ৮টায় ও তৃতীয়টি ৯টায় হবে। লালবাগের ইসলামবাগ ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সাড়ে ৮টায় ও তৃতীয় জামাতটি হবে সোয়া ৯টায়। যেসব স্থানে দু’টি করে ঈদ জামাত হবে, তার মধ্যে- খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সোয়া ৮টায়। দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল সোয়া ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়। রসুলবাগ জামে মসজিদে (দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি) প্রথম জামাত সোয়া ৭টায় ও দ্বিতীয়টি সোয়া ৮টায়। লালমোহন সাহা স্ট্রিট চিনি ঠিকরা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয়টি ৮টায় এবং ভজহরি সাহা স্ট্রিট শহীদ জামে মসজিদে প্রথম জামাত পৌনে ৮টায় ও দ্বিতীয় জামাত পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। দেওয়ানবাগ শরীফে তিনটি জামাতের মধ্যে প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সাড়ে ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল মাঠ, কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদ, মিতালী রোড জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যেবিয়া, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, উত্তর শাহজাহানপুর-দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ, মীরবাগ জামে মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, ওয়ারী নূর জামে মসজিদ, ওয়ারী ফোল্ডার স্ট্রিট বায়তুল নাছির জামে মসজিদ, মদিনা মসজিদ, ফকিরবানু জামে মসজিদ, সালাহউদ্দিন ভবন বায়তুল আমান জামে মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ ও কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে। সকাল পৌনে আটটায় ঈদ জামাত হবে- গেন্ডারিয়া ধূপখোলা মাঠ, মোহাম্মদপুর বাইতুত্ তাইয়্যেব জামে মসজিদ, দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। সকাল আটটা হবে- কলাবাগান বসিরউদ্দিন রোড জামে মসজিদ, ধানমণ্ডি ঈদগাহ ময়দান, ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফ, ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলিজর মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মূল গেটসংলগ্ন মাঠে ও শহীদুল্লাহ হল লন, মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠ, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদ, ভজহরি সাহা স্ট্রিট তাকওয়া মসজিদ, জোড়পুল লেন জামে মসজিদ, নারিন্দা বিনত বিবি জামে মসজিদ, সায়েদাবাদে চিশতিয়া সাইদিয়া দরবার শিরফ জামে মসজিদ, ৯ নম্বর ওয়ার্ড ঈদগাহ ও খেলার মাঠে এবং আবুজর গিফারী কলেজ মাঠে ঈদের জামাত। সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে নারিন্দা মুশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, গুলশানের সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়