কানিউজ ডেস্ক: ভারতীয় তিন টিভি চ্যানেল- স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বাংলাদেশে সম্প্রচার কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রবিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের যুগ্ম-বেঞ্চ এই রুল জারি করে।
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব জবাব দিতে বলা হয়েছে।
অ্যাডভোকেট সৈয়দা শাহিন আরা লাইলীর দায়ের করা এক রিটের শুনানি করে হাইকোর্ট এই আদেশ দেয়।
রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন এখলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়