Saturday, October 18

ব্রাজিল এবার তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: ঢাকা: আগামী ১৮ নভেম্বর অস্ট্রিয়ার বিপক্ষে কার্লোস দুঙ্গার ব্রাজিল মাঠে নামবে। তবে, তার আগে ১১ নভেম্বর নেইমারদের পরীক্ষা দিতে হবে তুরস্কের বিপক্ষে। বিশ্বকাপের দুঃসময় পার করে ব্রাজিল জাতীয় ফুটবল দল ছুটছে দুরন্ত গতিতে। একের পর এক ম্যাচ জিতে সমর্থকদের ভাসিয়ে দিচ্ছে জয়ের আনন্দে। আর তাই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার এক মাস আগেই ম্যাচের ভেন্যু আর্নেস্ট হাপেল স্টেডিয়ামের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তাও আবার মাত্র ২৮ ঘন্টায়। ৪৮,৫০০ ধারণ ক্ষমতার এ স্টেডিয়ামটির আর কোনো টিকিট বাকি নেই বলে জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। লুইস ফেলিপ স্কলারির পরিবর্তে বিশ্বকাপের পরে নেইমার বাহিনী নতুন কোচ হিসেবে দলে পেয়েছে ব্রাজিলের বিশ্বকাপ জেতা সাবেক অধিনায়ক কার্লোস দুঙ্গাকে। দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়া দুঙ্গার অধীনে ব্রাজিল এ বছর মোট ছয়টি ম্যাচে অংশ নেবে। ইতোমধ্যেই চারটি ম্যাচ খেলে ফেলেছে নেইমাররা। আগামী বছর দুঙ্গার শিষ্যরা চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় অংশ নিবে। বিশ্বকাপের পর সেপ্টেম্বরে কলম্বিয়া ও ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এরপরে বেইজিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ এবং সিঙ্গাপুরে জাপানকে ৪-০ গোলে হারায় তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়