ঢাকা: বিএনপির সাথে সংলাপ গণতন্ত্র-নির্বাচন ও সংবিধান বিরোধী মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পরে যারা বিএনপির সাথে সরকারের সংলাপের কথা বলে তারা কার্যত বিএনপিকে নতুন জীবন দানের চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি এখনো জোটবদ্ধভাবে জামায়াত সাম্প্রদায়িক গোষ্টি ও যুদ্ধাপরাধী চক্রের সাথে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই বিএনপির সাথে যারা সংলাপের কথা বলে তারা কার্যত গণতন্ত্র, নির্বাচন, সংবিধান বিরোধী কাজ করছে।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ে দলের জাতীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যেহেতু বিএনপি মৌলবাদী সাম্প্রদায়ীক শক্তির সঙ্গ ত্যাগ করছে না, তাই তাদের ব্যাপারে দয়া দেখানোর কোন সুযোগ নেই। তাদের কোন ছাড়ও দেয়া হবেনা।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়