Monday, October 27

৫ গুণ গতির ওয়াই-ফাই


কানিউজ ডেস্ক: তথ্য প্রেরণে বর্তমান ওয়াই-ফাই ব্যবস্থার চেয়ে ৫ গুণ গতির প্রযুক্তি উন্নয়ন করেছে কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। প্রতিষ্ঠানটি সাম্প্রতিক এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর ব্লুমবার্গ। মোবাইল ডিভাইসের একটি প্রয়োজনীয় সেবা হচ্ছে ওয়াই-ফাই। তথ্য প্রেরণে এটি বেশ জনপ্রিয়। কিন্তু তথ্য প্রেরণের এ প্রযুক্তি নিয়ে গত কয়েক বছরে খুব বেশি গবেষণা হয়নি। তাই স্যামসাং আনছে তথ্য প্রেরণে বর্তমান গতির প্রায় ৫ গুণ অধিক গতির প্রযুক্তি। ধারণা করা হচ্ছে, কোরীয় প্রতিষ্ঠানটি তাদের মোবাইল ডিভাইসে নতুন এ প্রযুক্তি ব্যবহার করে ডিভাইসগুলোয় ভিন্নতা আনার চেষ্টা করবে। স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, নতুন ৬০ গিগাহার্টজ গতির ওয়াই-ফাই ব্যবস্থা ব্যবহার করে ১ গিগাবাইটের একটি চলচ্চিত্র এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে মাত্র ৩ সেকেন্ডে পাঠানো সম্ভব হবে। এ প্রযুক্তি প্রতিষ্ঠানটির পরবর্তী ডিভাইসগুলোয় ব্যবহারের বিষয়ে স্যামসাংয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কিম চ্যাং ইয়ং বলেন, স্যামসাংয়ের পরবর্তী ডিভাইসগুলোয় বেশকিছু পরিবর্তন আনা হতে পারে। নতুন ওয়াই-ফাই ব্যবস্থাটির ব্যবহার ডিভাইসগুলোর গ্রহণযোগ্যতা বাড়াবে। গত প্রান্তিকে কোরীয় প্রতিষ্ঠানটির মুনাফা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল ও চীনা মোবাইল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কারণেই সংশ্লিষ্ট বাজারে স্যামসাংয়ের দখল হ্রাস পেয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এ কারণে প্রতিষ্ঠানটি তাদের ডিভাইসে নতুন প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়