কানিউজ ডেস্ক : বর্ধমান বিস্ফোরণকাণ্ডের চব্বিশ দিন পর, শিমুলিয়ার জঙ্গি প্রশিক্ষণ শিবিরের প্রধান ইউসুফের খোঁজ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ- এনআইএ। জঙ্গি তৎপরতায় অভিযুক্ত ইউসুফ বর্তমানে উত্তরবঙ্গের কোথাও গা ঢাকা দিয়ে আছে বলেও ধারণা করছে এনআইএ। তাঁদের সন্দেহ, উত্তরবঙ্গ থেকে আসাম বা নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে জঙ্গি ইউসুফ। সেকারনে তাকে ধরার জন্য ওইসব এলাকায় গোয়েন্দা জাল পেতেছে এন আই এ।
জানা যায়, বর্ধমান বিস্ফোরণে জঙ্গি তৎপরতার অন্যতম এই মূলহোতার খোঁজ করতে গিয়ে দুদিন আগেও উত্তরবঙ্গে তার উপস্থিতির প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে এন আই এ জানতে পেরেছে, গত ২ অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পরেরদিন বিকেল পর্যন্ত স্ত্রী তিন সন্তানকে নিয়ে বর্ধমানেই ছিল ইউসুফ। সন্ধ্যায় সেখান থেকে সে যায় বীরভূমের কীর্ণাহারে। সেখান থেকে এক সহযোগীর মাধ্যমে গাড়ি ভাড়া করে ইউসুফ যায় মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বড়ঞায় পলাতক জঙ্গি লাদেন তাকে আশ্রয় দেয় বলেও জানতে পারে এনআইএ। সেখান থেকে বাসে চেপে শিলিগুড়ির কোন এক ঘাঁটিতে পৌঁছে মোবাইল ফোন বন্ধ রাখে বর্ধমানকাণ্ডের এই মুলচক্রী।
গোয়েন্দা বিভাগ জানতে পারে, উত্তরবঙ্গের নেপাল সীমান্তের কোন এক ঘাঁটিতে গা ঢাকা দিয়েছে ইউসুফ।
তারা আরো জানতে পেরেছে, ইউসুফের সঙ্গে বাংলাদেশি জঙ্গিনেতাদের এখনো যোগাযোগ রয়েছে। তাকে ধরা গেলে অন্যদের খোঁজও পাওয়া যাবে বলে আশা করছে গোয়েন্দারা। তবে বাংলাদেশে ধরা পড়ার সম্ভাবনা থাকায় ইউসুফ সে পথে যাবে না বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়