Tuesday, October 14

তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে লিগ্যাল নোটিস


ঢাকা: বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীনতা বিরোধী মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব বরাবর ওই নোটিস পাঠিয়েছেন। লিগ্যাল নোটিসে তারেক রহমানের রাষ্ট্রদ্রোহের অপরাধ সম্পর্কে বলা হয়, “সম্প্রতি তারেক রহমান তার লিখিত একটি বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিাউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি হিসেবে উল্লেখ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” এছাড়া তিনি গত ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়ক হলে একটি অনুষ্ঠানে বলেছেন, “শেখ মুজিব বঙ্গবন্ধু নয়, তিনি ছিলেন পাক বন্ধু। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক। এছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না বরং তিনি ছিলেন হত্যাকারী।” বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সর্বজনস্বীকৃত থাকার পরও তারেক রহমানের ওই সকল বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের বিরুদ্ধে চক্রান্ত বলে লিগ্যাল নোটিসে উল্লেখ করা হয়েছে। ওই সকল বক্তব্যের মাধ্যমে তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। নোটিস প্রাপ্তির তিন দিনের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারপূর্বক বিচারের সম্মুখীন করতে উদ্যোগ নিতে বলা হয়েছে। যদি এই সময়ের মধ্যে মামলা করা না হয় তবে সংগঠনের পক্ষ থেকেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়