Wednesday, October 1

মেরি কমের স্বর্ণ জয়


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: ভারতীয় জীবন্ত কিংবদন্তী মহিলা বক্সার মেরি কম এশিয়ান গেমসে নিজ ইভেন্টে স্বর্ণ জিতেছেন। এর আগে তিনি সেমিফাইনালে অসাধারণ পারফর্ম দেখিয়ে ফাইনালে উঠেন। মেরি কমের পুরো জীবনটাই একটা সংগ্রামী অধ্যায়। তার জীবন নিয়ে বলিউডে সিনেমা নির্মিত হয়েছে। যাতে অভিনয় করেছেন বলিউড সুপার কুইন প্রিয়াংকা চোপড়া। তিনি এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন ছোটবেলায় তিনি নির্যাতিতা হয়েছিলেন। ভারতের মিজোরামের এই সংগ্রামী নারি তিন সন্তানের জননী। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মেরি তার প্রত্যাশা মতোই এশিয়াডে স্বর্ণ জয় করলেন। এশিয়াডে ৪৮-৫১ কেজি বিভাগে সোনা জেতা মেরির প্রতিপক্ষ ছিলেন কাজাখাস্তানের শেখেরবেকোভা ঝাইনা। তার বিপক্ষে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও পরের রাউন্ডে ঠিকই ঘুরে দাঁড়ান মেরি। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে জয় নিশ্চিত করে তিনি স্বর্ণ নিশ্চিত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়