স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বাংলাদেশ এ ক্রিকেট দল নিজ দেশে সিরিজ জিতে নিয়েছে। অধিনায়ক মার্শাল আইয়ুবের অর্ধশতকের পর স্পিনারদের নৈপুণ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে এ দলকে হারিয়েছে বাংলাদেশ এ দল।
বুধবার ৩১ রানের জয়ে ওয়ানডে সিরিজও নিশ্চিত করেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে এই সিরিজ জিতেছে মার্শাল বাহিনী। এর আগে চার দিনের ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে জিতে স্বাগতিকরা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অল আউট হওয়ার আগে ২৩৯ রান করে বাংলাদেশ।
সর্বোচ্চ ৫৭ রান করেন মার্শাল। তার ৭৮ বলের ইনিংসটি ৬টি চার সমৃদ্ধ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। এছাড়া ফরহাদ রেজা ৩২ ও মোসাদ্দেক হোসেন ২৫ রান করেন। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার টাউরাই মুজারাবানি। জবাবে ৮ উইকেটে ২০৮ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ম্যালকম ওয়ালারের ৫২ রানের পরও ১৬৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। অবিচ্ছিন্ন নবম উইকেটে চেষ্টা করেছিনে লুক জংউই (অপরাজিত ৩৫) ও তাফাডজওয়া কামুনগোজি (অপরাজিত ১৭)। কিন্তু তাদের ৪৪ রানের জুটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল। বাংলাদেশের মুমিনুল হক ও সোহাগ গাজী তিনটি করে উইকেট নেন।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়