Wednesday, October 1

হুদাকে ডেকেছেন খালেদা!


ঢাকা: বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাকে দেখা করতে ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এ ডাকে সাড়া দিয়ে হুদা বুধবার রাত ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন। সেখানে খালেদার সঙ্গে বৈঠক করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হুদার ব্যক্তিগত সচিব (পিএস) তারেক হোসেন। গত ২২ জুলাই নাজমুল হুদার ধানমণ্ডির বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুলের সঙ্গে ওই আলোচনার পর হুদা বিএনপি চেয়ারপারসনের ডাকে সাড়া দিয়ে বুধবার রাতে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। খালেদা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে ২০১২ সালে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হন বিএনপির একসময়ের এ প্রভাবশালী ভাইস চেয়ারম্যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়