Saturday, October 18

শিল্পকলায় মঙ্গলবার সন্ধ্যায় ম্যাকবেথ ১৮তম প্রযোজনা


কানিউজ ডেস্ক : মঞ্চস্থ হতে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘ম্যাকবেথ’। ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে এ নাটকটি। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন সূদীপ চক্রবর্তী। ম্যাকবেথ নাটকটি পদাতিক নাট্য সংসদের ৩৬তম নাট্য প্রযোজনা। মঙ্গলবার নাটকটির ১৮তম মঞ্চায়ন হতে যাচ্ছে। এ নাটকের ম্যাকবেথ চরিত্রে অভিনয় করবেন শাখাওয়াত হোসেন শিমুল ও লেডি ম্যাকবেথ চরিত্রে রয়েছেন শামছি আরা সায়েকা। এ ছাড়া আরো অভিনয় করবেন হামিদুর রহমান পাপ্পু, ইকরাম, শুভ, জনি, রাসেল, ওয়ালিদ, জুয়েল, জয়, তন্ময়, নাজিম ও মশিউর রহমান। পোশাক পরিকল্পনায় রয়েছেন, ওয়াহিদা মল্লিক জলি, সংগীত পরিকল্পনা করেছেন শিশির রহমান, আলোক পরিকল্পনা করেছেন অতিকুল ইসলাম জয় এবং মঞ্চ পরিকল্পনা করেছেন সূদীপ চক্রবর্তী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়