Saturday, October 18

বিএনপি এখন লাশ ও ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে


ঢাকা : রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি এখন লাশ ও ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার দুপুরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবণের সামনে ‘আওয়ামী সেচ্ছাসেবক লীগ’ আয়োজিত বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচন সভায় তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, বিএনপি-জামায়াত বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে আর মাটি নেই। এখন তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই লাশ নিয়ে টানাটানি করেছেন। মানুষের জম্ম হলে মৃত্যু একদিন হবেই। বিএনপি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের লাশ নিয়ে রাজনীতি শুরু করেছিলো। বিএনপির প্রতি প্রশ্ন রেখে হানিফ বলেন, আপনারা (বিএনপি) কী কারণে ও কোন যুক্তিতে পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেয়ার দাবি জানিয়েছেন। তিনি কী এমন ব্যাক্তি যে তার লাশ শহীদ মিনারে নিতে হবে। শহীদ মিনার পবিত্র জায়গা। লাশ প্রদর্শনের জায়গা নয়। পিয়াস করিম ন্যায়ের কথা বলতেন- বিএনপি নেতাদের এমন দাবিকে নাকচ করে দিয়ে হানিফ বলেন, সরকারের বিপক্ষে কথা বলা মানেই ন্যায়ের কথা নয়। বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, তখন তারা কোথায় ছিলেন। তখনতো কোনও অন্যায়ের প্রতিবাদকারী সুশীলসমাজ ছিল না। হানিফ বলেন, অধ্যাপক পিয়াস করিম ছিলেন কুমিল্লা শান্তি কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার অ্যাডভোকেট আব্দুল করিমের পুত্র। যিনি একজন ভাষা সৈনিককে হত্যার উদ্দেশে পাকিস্তানি সেনাবাহীনির হাতে তুলে দিয়ে শহীদ মিনারে নিতে বাধা দেয়ার জন্য তরুণ ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। এ সময় তিনি ভবিষ্যতে রাজাকার ও যুদ্ধাপরাধীদের এভাবেই রুখে দেয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জনান। সম্প্রতি লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যে দলের প্রধান এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়েন বলে তারা দাবি করতে পারেন না, সে দলই এখন ধর্মের রক্ষক হয়ে গেছে। কোনও অপরাধীকে যদি ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার করা হয়। তাহলে সর্বপ্রথম বিএনপি চেয়ারপারসনের দুর্নীতিবাজ দুই পুত্র তারেক রহমান ও কোকোকে ফিরিয়ে আনার দাবি জানান আপনারা (বিএনপি)। ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সব সময়ই ইসলামের সেবক ছিল। এখনও আছে। প্রধানমন্ত্রী ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তাই এ নিয়ে হরতাল দেওয়ার কিছু নেই। আপনারা স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মিলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন না। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড ব্যাক্তিগত বা রাজনৈতিক হত্যাকান্ড নয়। এ হত্যাকান্ড ছিল, একাত্তরের পরাজিত শক্তিদের হত্যাকান্ড। এই হত্যাকান্ডের মাধ্যমে তারা মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার চরম প্রতিশোধ নিয়েছিল। সেই দিন ঘাতকরা ১০ বছরের শিশু শেখ রাসেলকেও রেহাই দেয়নি। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, সহ-সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়