Monday, October 20

আধা লিটার কোমল পানীয়তে সাড়ে ৪ বছর আয়ু বাড়ে!


কানিউজ ডেস্ক: ঢাকা: দৈনিক মাত্র আধা লিটার কোমল পানীয় পানে আপনার বয়স বেড়ে যাবে প্রায় চার বছর ছয় মাস। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানিয়েছে গবেষকরা। কোমল পানীয় ধূমপানের চেয়েও ক্ষতিকর। গবেষণায় বলা হয়, চিনিযুক্ত কোমল পানীয় কোষের পক্কতার সঙ্গে জড়িত। অর্থাৎ নির্দিষ্ট বয়সের আগেই আপনার ত্বকে পড়বে বয়সের চাপ। এছাড়া স্থূলতায় বাড়াতেও দায়ি কোমল পানীয়। সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ অধ্যাপক এলিসা ইপেল জানিয়েছেন, নিয়মিত কোমল পানীয় পানে রোগের বিস্তার ঘটে। শুধুমাত্র শরীরের শক্তিক্ষয় নয়, বরং টিস্যুর কোষীয় পক্বতা বাড়ায়। রক্তের শ্বেতকণিকা মধ্যে টেলমোরাসের দৈর্ঘ্য মানুষের আয়ুষ্কালের সঙ্গে যুক্ত, এটি আমরা আগেই জেনেছি। ইপেলের গবেষণায় প্রথম জানা যায়, সোডাযুক্ত কোমল পানীয় টেলমোসকে ক্ষুদ্র করে দেয়। গবেষক সিনডি লেং বলেন, ‘টেলমোরের দৈর্ঘ্যরে ওপর ধূমপান এবং কোমল পানীয়ের ক্ষতিকর প্রভাব পড়ে। এছাড়া নিয়মিত ব্যায়ামের সঙ্গে কোমল পানীয়ের প্রভাব বিপরীতধর্মী।’ ক্ষুদ্র টেলমোরাস বার্ধক্যজনিত দূরারোগ্য হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগেরও বিস্তার ঘটায়। ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ২০ থেকে ৬৫ বছর বয়সী পাঁচ হাজার ৩০৯ জন এই গবেষণায় অংশ নিয়েছেন। এদের কারো ডায়াবেটিস বা হৃদরোগ নেই। ডিএনএ সংগ্রহের পর গবেষকরা টেলমোরাস পরিমাপ করেছিলেন। আমেরিকান জনস্বাস্থ্য বিষয়ক একটি অনলাইন জার্নালে এ গবেষণা তথ্য প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়