স্টাফ রিপোর্টার : তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম জহুরুল হক অভিযোগ গঠন করে ২৩ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ২০১৩ সালের ৬ মে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমকে আনোয়ার বলেন, ‘৫ মে হেফাজতের সমাবেশে হামলা ও বায়তুল মোকাররমের আশেপাশে পবিত্র কোরআন পোড়ানোর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাস জড়িত। এতে তার মানহানি হয়েছে উল্ল্যেখ করে ২০১৩ সালের ৭ মে আদালতে এসে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন দেবাশীষ বিশ্বাস।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়