সফিকুল হাসান সোহেল,ঢাকা: ব্রাজিলের পোষ্টার বয় নেইমারের দুর্দান্ত নৈপুণ্যে ছিন্নভিন্ন হয়ে গেছে জাপানের রক্ষণভাগ। ম্যাচে ব্রাজিলের চার গোলের প্রতিটিই করেছেন বার্সেলোনার এই তারকা।
মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে খেলতে নামা ব্রাজিল আক্রমণে যেতে দেরি করেনি। ১৭তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেইমারের নেয়া ফ্রি কিকটা গোলপোস্টে বাধা পায়। তবে পরের মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান বার্সেলোনার এই তারকা।
আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করা দিয়েগো তারদেলি মাঝ মাঠের কিছুট সামনে থেকে লম্বা পাস দিয়েছিলেন নেইমারকে। ভালোভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা দৌড়ে গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা তারকা। দেশের হয়ে এটা তার ৩৭তম গোল।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতো পারতো ব্রাজিলের। বল পায়ে ক্ষীপ্র গতিতে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন নেইমার। দুরূহ কোণ থেকে দারুণ একটা শটও নিয়েছিলেন বিশ্বকাপে চার গোল করা নেইমার। কিন্তু একটুর জন্য শটটা লক্ষভ্রষ্ট হলে বেঁচে যায় এশিয়ার চ্যাম্পিয়নরা।
২৩তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল জাপানও। তবে ইউ কোবায়াশির শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান বাড়ান নেইমার। অফসাইডের ফাঁদ ভেঙে কোতিনিয়োর বাড়ানো বল ধরার পর নেইমারের সামনে ছিল কেবল গোলরক্ষক। দারুণ ফর্মে থাকা নেইমারকে রোখার সাধ্য ছিল না তার। ডান কোনা দিয়ে বল জালে পাঠিয়ে ব্রাজিলের হয়ে ৩৮তম গোলটি করে ফেলেন নেইমার। একটু পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মিরান্দা। তবে তার জোড়ালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাপানি গোলরক্ষক। ৫৫তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ হারায় জাপান। ডান দিক থেকে ওকাজাকির জোরালো ভলি লাগে বারে।
৫৯তম মিনিটে হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন নেইমার। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করে ফেলেন তিনি। পরক্ষণেই এসে পড়া ডিফেন্ডারদের কাটিয়ে শট নিলেও বল একটুর জন্য জালে ঢোকেনি।
তিন মিনিট পর কোতিনিয়োর বাকানো শটও একটুর জন্য জালে ঢোকেনি। ৬৯তম মিনিটে নেইমারের পাস থেকে তারদেলির বদলি হিসেবে নামা রবিনিয়োর শটও বারের পাশ দিয়ে চলে যায়। তবে ৭৭তম মিনিটে ঠিকই হ্যাটট্রিক তুলে নেন নেইমার।
ম্যাচে দারুণ খেলছেন নেইমার। তার পায়ের জাদুতে বারবার ধোঁকা খেয়েছে জাপানের ডিফেন্ডাররা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় সিঙ্গাপুরে ম্যাচটি শুরু হয়েছে। জিলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে এশিয়া সফরে এটি ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ।
ম্যাচের আগের দিন পাঁচবারের বিশ চ্যাম্পিয়নদের চমক দেয়ার আশার কথা শুনিয়েছিলেন জাপানের কোচ হাভিয়ের আগিররে। কিন্তু তার কথার প্রতিদান দিতে পারেনি তার শিষ্যরা।
গত জুলাইয়ে ঘরের মাঠে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হলেও সে ধাক্কা অনেকটাই সামলে উঠেছে নেইমাররা। নতুন কোচ দুঙ্গার অধীনে টানা তিনটি ম্যাচ জেতা ব্রাজিল বিশ্বকাপের পর এখনও হারেনি। গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারানোর সুখস্মৃতি ব্রাজিলের টানা ম্যাচ জয়ের আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে।
জয়ের পথে ছিলো এশিয়ার চ্যাম্পিয়ন জাপানও। গত শুক্রবার জ্যামাইকাকে একমাত্র গোলে হারিয়ে জাপানের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পান কোচ আগিররে।
এর ফলে ব্রাজিল জাতীয় দলের পক্ষে করা সাবেক ফুটবলার বেবেতো কে ফেলে এসেছে নেইমার । জাতীয় দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নেইমার পঞ্চম। নেইমার ৪০ গোল করেন যখন তার বয়স ২২ বছর। তিনি ৫৮ ম্যাচে ৪০ গোল করেন। তার ভেতর আজকের জাপানের ম্যচের হ্যাটট্রিক সহ ৩টি হ্যাটট্রিক রয়েছে। এ ছাড়া ম্যাচে টিম মেট দের সহায়তা করেন ২৩ বার। তার আগে শুধুমাত্র বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা পেলে রয়েছে।
এই ম্যাচে জাপান দলে ছিলো না অভিজ্ঞ মিডফিল্ডার শিনজি কাগওয়া। চোটের কারণে ব্রাজিল দলে নেই ডিফেন্ডার দাভিদ লুইস।
ব্রাজিল একাদশ
জেফারসন (গোলরক্ষক), দানিলো, মিরান্দা, গিল, ফিলিপ লুই, লুইজ গুস্তাভো, এলিয়াস, অস্কার, নেইমার, দিয়েগো তারদেল্লি ও উইলিয়ান।
কোচ: কার্লোস দুঙ্গা
জাপান একাদশ
ইজি কাওয়াশিমা, সাকাই, ওতা, শিওতানি, মাসাতো মরিসিগি, টাগুসি, শিবাসাকি, মরিওকা, তানাকা, ওকাজাকি, কোবায়াসি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়