ভালুকা : তারুণ্যের অহংকার, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরোদ্ধে মিথ্যা দেশদ্রোহী মামলা প্রত্যাহারের দাবীতে ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টনের নেতৃত্বে উপজেলা বিএনপি’র কার্য্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কিছু দূর গেলে পুলিশের বাধার কারণে রাস্তা অবরোধ করে তাৎক্ষনিক এক প্রতিবাদ সমাবেশ করে। মতিউর রহমান মিল্টনের সভাপতিত্বে ভালুকা ডিগ্রী কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল হাশেম, রুহুল আমিন মাসুদ, আহসান উল্লাহ খান রুবেল, আঃ রহিম, আতিকুল্লাহ পাঠান ধনু, গোলাপী আক্তার ছাত্র নেতা মাজহারুল ইসলাম আপন, আরিফুল ইসলাম রনি, নাজমুল হক খান, হিরণ, ইলিয়াস, খান সোহাগ প্রমূখ।
অপর দিকে উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ কাজলের নেতৃত্বে বিএনপি নেতা মুহাম্মদ মোর্শেদ আলমের কার্য্যালয় থেকে তারেক রহমানের বিরোদ্ধে মিথ্যা দেশদ্রোহী মামলা প্রত্যাহারের দাবীতে একটি মিছিল বের করলে পুলিশ তাতেও বাধা দেয়। এ সময় তারা এক প্রতিবাদ সভা করে। কায়সার আহমেদ কাজলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, গোলজার আহমেদ ও রুহুল আমিন, ছাত্রনেতা সোহেল ফেরদৌস শাহিন, আতিকুল ইসলাম মোল্লা, মাহবুব মোল্লা, আসাদুজ্জামান জনি, শরিফ, আহসান শেখ, ইমন, রিয়াদ, রাশেদ খান আলম, সোহেল, রাশেদ, রাজু, সিরাজ, শেখ সজিব, ইমন মোল্লা, আতিক, রাছেল, শাকিল প্রমূখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়