কানিউজ ডেস্ক : বেশ জমে উঠছে আলিয়া ভাট ও শহিদ কাপুরের কুসুম কুসুম প্রেম। সম্প্রতি বিভিন্ন পার্টি কিংবা রেস্টুরেন্টে একসঙ্গে দেখা যাচ্ছে এ জুটিকে। সুযোগ পেলেই আলিয়ার প্রশংসায় মেতে ওঠছে শহিদ।
এদিকে পরিচালক বিকাশ ভেলেরশান্দার সিনেমায় একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় আসতে চলেছে শহিদ আর আলিয়া জুটি। শুধু তাই নয়, একই ছবিতে প্রথমবার দেখা যাবে শহিদের গোটা পরিবারকে।
এ চলচ্চিত্রে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এ চরিত্রটিতে অভিনয় করার জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল গোবিন্দ। কিন্তু গোবিন্দ টাকা বেশি দাবি করায় পিছিয়ে আসে পরিচালক। পরে বেছে নেন পঙ্কজ কাপুরকে। অন্যদিকে আলিয়ার বোনের চরিত্রে অভিনয় করছেন, শহিদের বোন। সুতরাং একসঙ্গে গোটা পরিবারকেই দেখা যাবে শান্দার চলচ্চিত্রে।
পর্দায় শহিদ-আলিয়ার জুটি দেখার জন্য বেশ উদগ্রীব দর্শক। জানা গেছে, এ সিনেমার গল্পে শহিদের সঙ্গে বিয়ে হবে আলিয়া ভাটের। সুতরাং পঙ্কজ কাপুর বাস্তব জীবনে শহিদের বাবা, রিল লাইফে তার শ্বশুর।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়