Saturday, October 18

জকিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে আব্দুল মালেক ফারুক বিজয়ী


কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে গতকাল জকিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র জাতীয় পার্টির পৌর আহবায়ক আব্দুল মালেক ফারুক (তালা) বেসরকারি ফলাফলে ২২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক (চশমা)১৫৫৫ ভোট পেয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্ধিদের মধ্যে খেলাফত মজলিস সমর্থিত মোঃ জাফরুল ইসলাম (দোয়াত কলম) ১২৭১, আব্দুর রহমান লুকু (কাপ পিরিছ) ১২০৪ ও জামায়াতে ইসলামী সমর্থিত মোঃ ইমরান হোসাইন (আনারস) ৮৫১ ভোট পেয়েছেন। শনিবার সন্ধায় বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন রির্টানিং অফিসার টিটন খীসা। সীমান্তিক জনপদ জকিগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১০১৩০ জন। এর মধ্যে শতকরা ৭১% ভোট পড়েছে। প্রদত্ত ভোটের সংখ্যা ৭৩০০। কেন্দ্র ভিত্তিক ফলাফলে ১নং ওয়ার্ডে ১১১৮ ভোটের মধ্যে কাপ পিরিছ ৭৪, চশমা ৪৪, তালা ২১৪, আনারস ৪৩৩, দোয়াত কলম ৩২। ২নং ওয়ার্ডে ১০৬৫ভোটের মধ্যে কাপ পিরিছ ১৪, চশমা ৩৬, তালা ৬৩৯, আনারস ৩৭ ও দোয়াত কলম ২৭। ৩নং ওয়ার্ডের ১৪৮৪ ভোটের মধ্যে কাপ পিরিছ ৩১৬, চশমা ৩৪, তালা ৪৮৬, আনারস ৮২ ও দোয়াত কলম ৯৯। ৪নং ওয়ার্ডের ১৩২১ভোটের মধ্যে কাপ পিরিছ ৩৭৯, চশমা ৫০, তালা ৩০০, আনারস ১১৩ ও দোয়াত কলম ৮২। ৫নং ওয়ার্ডে ১২২২ ভোটের মধ্যে কাপ পিরিছ ৩৪৬, চশমা ৮০, তালা ২৫২, আনারস ৪৩ ও দোয়াত কলম ১৪৪। ৬নং ওয়ার্ডে ১১৬২ ভোটের মধ্যে কাপ পিরিছ ২৬, চশমা ১১, তালা ১২৯, আনারস ৭৬ ও দোয়াত কলম ৫২৯। ৭নং ওয়ার্ডে ৭৬৮ ভোটের মধ্যে কাপ পিরিছ ১৮, চশমা ২৪৫, তালা ৯৬, আনারস ৩৩ ও দোয়াত কলম ১৩৩। ৮নং ওয়ার্ডের ৮৬৫ ভোটের মধ্যে কাপ পিরিছ ০৭, চশমা ৬২৬, তালা ১৩, আনারস ১৫ ও দোয়াত কলম ৩৬। ৯নং ওয়ার্ডে ১১২৫ ভোটের মধ্যে কাপ পিরিছ ২৪, চশমা ৪২৯, তালা ১৬৭, আনারস ১৯ ও দোয়াত কলম ১৮৯। নির্বাচনকে ঘিরে সকাল থেকে নিরাপত্তার চাঁদরে ঢাকা ছিল পৌর এলাকা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কোন কোন সেন্টারে দু চারটা জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। দিনের প্রথম দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। পুলিশ-বিজিবির পাশা-পাশি র‌্যাব ও গোয়েন্ধা নজরদারী ছিল অত্যান্ত তৎপর। উল্লেখ্য জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আনওয়ার হোসেন সুনাউল্লাহ গত ১৯জুন মারা গেলে এ পদটি শুন্য ঘোষনা করা হয় এবং পৌর বাসীর প্রদত্ত ভোটের মধ্য দিয়ে আগামী দেড় বছরের জন্য মেয়র নির্বাচিত হলেন আব্দুল মালেক ফারুক। পৌর বাসীর প্রত্যাশা তাদের ভোটে নির্বাচিত নতুন এ মেয়র রাস্তার উন্নয়ন, জলাবদ্ধতা দূরিকরণ, বিদুৎ ও বিশুদ্ধ খাবার পানির চাহিদা পূরণসহ মদ-গাজা, জোয়া ও অশ্লিল ভিডিও প্রর্দশনী বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়