Sunday, October 19

টেলি সামাদ হাসপাতালে


ঢাকা: বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় কমেডি অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। টেলি সামাদের ঘনিষ্ঠ চিত্রনির্মাতা রবিউল ইসলাম রবি রবিবার এ তথ্য নিশ্চিত করেন। রবি বলেন, ‘গতকাল (শনিবার) অসুস্থ অবস্থায় অভিনেতা টেলি সামাদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রয়েছেন। রবি আরও বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর আমেরিকা থেকে দেশে ফিরেন এই অভিনেতা। তখন থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়