কানিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্ররোচনায় পরিকল্পিতভাবে রোববার (২৬ অক্টোবর) ইসলামী দল সমূহ হরতাল ডেকেছে বলে দাবি করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ দাবি করেন তিনি।
তিনি বলেন, রোববার খালেদা জিয়াকে যাতে আদালতে না যেতে হয় এ জন্যই এই হরতাল ডাকা হয়েছে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিচারকে বাঁধাগ্রস্থ করতে এর আগেও খালেদা জিয়া আদালতে হাজির হননি। এবারও আলেমদের দিয়ে হরতাল আহ্বান করে আদালতে হাজির হতে চাচ্ছেন না। যতই চেষ্টা করুন বিচারকে বাঁধাগ্রস্থ করতে পারবেন না।’
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়