ঢাকা : নির্বাসিত বাংলদেশী লেখিকা বরাবরই একটু বিতর্কের মধ্যে থাকতে ভালোবাসেন৷ তাই ফের একবার বিতর্ক উসকে দিয়ে সাংঘাতিক এক ট্যুইট করেছেন তসলিমা নাসরিন৷ মাইক্রো ব্লগিং সাইটে নিজের নয়া প্রেমিকের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন তসলিমা৷ এই ছবির সঙ্গে তসলিমা লিখেছেন, ‘আমার প্রেমিক আমার চেয়ে ২০ বছরের ছোট৷ ইটস কুল’৷
৫২ বছর বয়সী এই লেখিকা ভারত সরকারের কাছে এই দেশে থাকার পারমিট চেয়েছিলেন৷ তসলিমা গত আগস্ট মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে ভারতের থাকার অনুমতি চেয়েছিলেন৷ সেসময় তসলিমা জানিয়েছিলেন রাজনাথ সিং তাকে আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি সরকার এই বিষয়ে নির্ণয় করবে৷
জানা গিয়েছে, আপাতত তসলিমার ভিসা অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন চলছে৷ তসলিমা বর্তমানে টেম্পুরারি ভিসার মাধ্যমে ভারতে বসবাস করছেন৷ মনে করা হচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়া পুরো হওয়ার পরেই সরকার স্থায়ী সিদ্ধান্ত নেবে৷
-ওয়েবসাইট।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়