Monday, October 20

হৃদপিণ্ডকে রক্ষা করবে ভায়াগ্রা!


ঢাকা: শুধু শারীরিক আনন্দের উপলক্ষই নয়, ভায়াগ্রার একটি উপাদান আপনার হৃদপিণ্ডকেও রক্ষা করবে। সাম্প্রতিক এক গবেষণায় এমনই প্রমাণ পাওয়া গেছে। গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিদিন ভায়াগ্রার ব্যবহার হৃদরোগের বিভিন্ন অবস্থায় প্রতিরোধকের কাজ করতে পারে। তবে এতে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। গবেষক দলের প্রধান রোমের সাপেয়েনজা বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ইসিডোরি বলেছেন, ‘আমরা দেখেছি, ভায়াগ্রার প্রধান উপাদান বিভিন্ন হৃদরোগীর জন্য কার্যকরী, নিরাপদ চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায়। এ বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য জরুরিভিত্তিতে বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল করা দরকার।’ পুরুষাঙ্গের উত্থান সমস্যা দূর করতে ব্যবহৃত ভায়াগ্রা ও অন্যান্য ওষুধে মূল উপাদান হিসেবে সাধারণত ফসফোডিয়েসটেরাসি-৫ প্রভাবক (পিডিই৫আই) ব্যবহার করা হয়। এই প্রভাবকটি পিডিই-৫ উৎসেচককে আটকে দেয়, এতে দেহের নরম পেশির টিস্যুগুলো শিথিল হওয়া থেকে রক্ষা পায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়